আপনারা অনেকেই কম্পিউটারে বাংলা লিখার জন্য সফট ব্যবহার করেন। তবে কোন সফট ছাড়াই অনলাইনে ওয়েবব্রাউজার দিয়ে বাংলা টাইপ করবার কিছু সাইট রয়েছে। ফলে যাদের কম্পিউটারে বিজয়, অভ্র, শাব্দিক কিংবা অন্য কোন বাংলা টাইপের সফট ইন্সটল করা নেই, তাদের জন্য বেশ সুবিধাজনক। মনে করুন আপনি একটি ইন্টারনেট ক্যাফেতে গেছেন, বাংলা লিখতে চান কিন্তু কম্পিউটারে সফট ইন্সটল করা নেই, সেক্ষেত্রে এই ধরনের অনলাইনের টাইপিংটি বেশ উপকারে দিবে। কিংবা আপনি যদি অন্য কারো কম্পিউটার ব্যবহার করেন যেখানে বাংলা টাইপিং এর সফট ইন্সটল করতে পারছেননা, তাদের জন্যও চমৎকার।
এই সমস্ত সাইটগুলি বেশিরভাগই ফনেটিক কিবোর্ড সাপোর্ট করে। ফনেটিক হল, ইংরেজী বর্ণমালার উচ্চারণেই বাংলা টাইপ করা। যাদের বিজয় কিংবা অন্যকোন বিশেষ কিবোর্ড এর লেআউট মুখস্ত করা নেই তাদের জন্য বেশ সুবিধাজনক। কোন সফট ছাড়াই এইখানে ইউনিকোডে বাংলা টাইপ করতে পারবেন। নিম্নে তেমন কিছু সাইটের কথা উল্লেখ করা হল:
প্রথমেই আমার সবথেকে প্রিয় একটি সাইট তা হল: http://bangla.org.bd/ সাজেদ চৌধুরী এটি তৈরী করেছেন। এটিতে অভ্র ফনেটিক, লেখো ফনেটিক, প্রভাত, somewherein এর ফনেটিক, ইউনিবিজয় (বিজয়ের একটি পরিবর্তিত রূপ) ব্যবহার করা হয়েছে। এই সাইটের সবথেকে বৈশিষ্ট হল এটিতে ওয়ার্ডের মত ফরম্যাট (প্রযুক্তিবীদরা একে বলে WYSIWYG Editor) এ লিখতে পারবেন।
এছড়া, দ্বীপায়ন সরকার ইংরেজী ইচ্চারণেই বাংলা টাইপের সুন্দর একটা সাইট তৈরী করেছেন।
এছাড়া আরো একটি সাইট তৈরী করেছেন তারিকুল আলমঃ http://www.bdjobs.com/bangla
এছাড়া
অনলাইন পরিবর্তন করার টুল:
অনলাইনে বাংলা টাইপের মতই অনলাইনেই আপনার ফন্টগুলিকে পরিবর্তন করতে পারবেন। যারা পূর্বে বিজয় ফন্টে লিখিত টেক্সট গুলিকে ইউনিকোড কিংবা অন্য কোন ফন্টে পরিবর্তন করতে চান তারা নিম্নের অনলাইন কনভার্টার ব্যবহার করতে পারেন।
এই সমস্ত সাইটগুলি বেশিরভাগই ফনেটিক কিবোর্ড সাপোর্ট করে। ফনেটিক হল, ইংরেজী বর্ণমালার উচ্চারণেই বাংলা টাইপ করা। যাদের বিজয় কিংবা অন্যকোন বিশেষ কিবোর্ড এর লেআউট মুখস্ত করা নেই তাদের জন্য বেশ সুবিধাজনক। কোন সফট ছাড়াই এইখানে ইউনিকোডে বাংলা টাইপ করতে পারবেন। নিম্নে তেমন কিছু সাইটের কথা উল্লেখ করা হল:
প্রথমেই আমার সবথেকে প্রিয় একটি সাইট তা হল: http://bangla.org.bd/ সাজেদ চৌধুরী এটি তৈরী করেছেন। এটিতে অভ্র ফনেটিক, লেখো ফনেটিক, প্রভাত, somewherein এর ফনেটিক, ইউনিবিজয় (বিজয়ের একটি পরিবর্তিত রূপ) ব্যবহার করা হয়েছে। এই সাইটের সবথেকে বৈশিষ্ট হল এটিতে ওয়ার্ডের মত ফরম্যাট (প্রযুক্তিবীদরা একে বলে WYSIWYG Editor) এ লিখতে পারবেন।
এছড়া, দ্বীপায়ন সরকার ইংরেজী ইচ্চারণেই বাংলা টাইপের সুন্দর একটা সাইট তৈরী করেছেন।
এছাড়া আরো একটি সাইট তৈরী করেছেন তারিকুল আলমঃ http://www.bdjobs.com/bangla
এছাড়া
অনলাইন পরিবর্তন করার টুল:
অনলাইনে বাংলা টাইপের মতই অনলাইনেই আপনার ফন্টগুলিকে পরিবর্তন করতে পারবেন। যারা পূর্বে বিজয় ফন্টে লিখিত টেক্সট গুলিকে ইউনিকোড কিংবা অন্য কোন ফন্টে পরিবর্তন করতে চান তারা নিম্নের অনলাইন কনভার্টার ব্যবহার করতে পারেন।