বাংলা চ্যাট করুন

ইন্টারনেটে বাংলা  প্রচলনের একটা জোয়ার চলছে। ইউনিকোডের ফলশ্রুতিতে বর্তমানে প্রচুর ওয়েবসাইট তৈরি হচ্ছে বাংলায়। আমরা ইত্যিমধ্যে বাংলায় নিউজ সাইট, ব্লগ, ফোরাম ছাড়াও বিভিন্ন ধরনের ওয়েবসাইট বাংলায় পেয়েছি। কিন্তু ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও একটা জিনিসের এখনও অভাব রয়েছে। তা হল বাংলায় চ্যাট।
ইন্টারনেটের অতি জনপ্রিয় বিষয়গুলোর মধ্যে একটি হল চ্যাট বা চ্যাটিং। বেশিরভাগ ব্যবহারকারীর সাথেই ইন্টারনেটের সম্পর্ক তৈরি হয় চ্যাটের মাধ্যমে। এতদিন ইহাহুসহ বিভিন্ন চ্যাটরুমে আমরা শুধু ইংরেজিতেই চ্যাট করেছি। এই অধ্যায়ের পালা শেষ হতে যাচ্ছে। 
সম্পূর্ণ বাংলায় ফোরাম চালুর পর এবার বাংলায় চ্যাট চালু করেছে প্রজন্ম.কম। এর ঠিকানা: http://chat.projanmo.com। এখানে বসে বাংলাতেই চ্যাট করতে পারবেন। তবে এখানে লগিন করতে এখনও ইংরেজি ইউজারনেম ব্যবহার করতে হবে। অদুর ভবিষ্যতে বাংলায় লগিনেরও ব্যবস্থা করা হবে।
এখানে চ্যাট করতে দুটি পদ্ধতিতে বাংলা লেখা যাবে। একটি হল ইউনিজয় আরেকটি হল ফোনেটিক। তাহলে এখনই শুরু করুন বাংলায় চ্যাট আর বাংলাকে পৌঁছে দিন বিশ্বের দরবারে।
বর্তমানে যেকোন ইউনিকোড ভিত্তিক বাংলা স্ক্রীপ্ট সিস্টেম (যেমন অভ্র কী-বোর্ড) ব্যবহার করেই ইয়াহু ম্যাসেঞ্জার বা অন্যান্য চ্যাটিং সফটওয়্যার গুলো থেকে বৃন্দা বা যদি থাকে অন্য কোন ফন্ট সিলেক্ট করে সহজেই বাংলায় চ্যাট করা যায়। কাজেই যরা দীর্ঘদিন ধরে ইয়াহু ম্যাসেঞ্জারে চ্যাট করে অভ্যস্ত, তারা শুধু অভ্র কী-বোর্ড সংগ্রহ করেই নতুন কোন চ্যাটিং সিস্টেমে ডাইভার্টেড না হয়েই বাংলা চ্যাটিং চালিয়ে যেতে পারবেন। 
নিচের লিংক থেকে চ্যাট করুন।
মূল পেজঃ http://bnhelp.sitebooth.com/index.html
চ্যাট পেজঃ http://bnhelp.sitebooth.com/bnchat/chat.php
ইয়াহু বেটা সর্বশেষ ভার্শন ব্যবহার করে বাংলাতেই টাইপ করতে পারবেন। ফন্ট চেন্জ করার কোন দরকার নেই। কিন্তু চেন্জ করে কোন ভাল বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়। সিয়াম রূপালী বেশ ভাল কাজ করে।