কম্পিউটারে বাংলা টাইপ করার জন্য দুটি জিনিসের দরকার হয় - একটি হল বাংলা ফন্ট এবং অন্যটি হল সফটওয়্যার। ফন্টগুলোর আকার বেশ ছোট হয়, কাজেই এগুলো বহন করা কোন সমস্যা নয় - সাধারণ ফ্লপি ডিস্কেটে করেই এগুলো বহন করা যায় বা প্রয়োজনে চট করে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেওয়া যায়। কিন্তু সমস্যা হয় সফটওয়্যারগুলোর ক্ষেত্রে। এগুলোর আকার যথেষ্ট বড় হতে পারে। কাজেই ইন্টারনেটের স্পীড কম থাকলে এগুলো ডাউনলোড হতেও অনেক সময় নেয়। এখন আপনাকে যদি কখনও এমন কোন কম্পিউটার ব্যবহার করতে হয়, যেখানে শুধু বাংলা ফন্ট আছে কিন্তু কোন সফটওয়্যার নেই, তাহলে? চিন্তিত হওয়ার কিছু নেই - মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট সিম্বল অপশনটির মাধ্যমে কোন সফটওয়্যার ছাড়াই আপনি বাংলা লেখালেখির কাজ চালিয়ে যেতে পারবেন।
মনে করুন, আপনার কাছে সুতন্বী এম জে ফন্টটি আছে। কিন্তু এই ফন্টে বাংলা লেখার জন্য যে বিজয় কী-বোর্ড প্রয়োজন, সেটি নেই। এখন আপনি যদি বিজয় সফটওয়্যার ছাড়াই শুধুমাত্র সুতন্বী এম জে দ্বারা বাংলা টাইপ করতে চান, তাহলে প্রথমে আপনাকে এম এস ওয়ার্ডের মেনুবার থেকে Insert > Symbol এ ক্লিক করতে হবে। এরফলে যে উইন্ডোটি আসবে, সেখানকার Font ড্রপ ডাউন লিস্ট বক্স থেকে Sutonny MJ সিলেক্ট করতে হবে। এরফলে আপনি সুতন্বী এম জে ফন্টটির ক্যারেক্টার ম্যাপ দেখতে পাবেন। এবার আপনি যে বর্ণটি টাইপ করতে চান, সেই বর্ণটি সিলেক্ট করে Insert বাটনের উপর ক্লিক করুন অথবা বর্ণটির উপর ডাবল ক্লিক করুন। এখন আপনি যদি Close বাটনে ক্লিক করে এম আএস ওয়ার্ডের মূল উইন্ডোতে ফিরে যান, তাহলে দেখবেন যে আপনার ক্লিক করা বর্ণটি সেখানে টাইপ করা হয়ে গেছে। এই পদ্ধতি অনুসরণ করে আপনি বর্ণের পর বর্ণ, শব্দের পর শব্দ, এমনকি বাক্যের পর বাক্য টাইপ করে যেতে পারবেন কোন সফটওয়্যার ছাড়াই।
এই ক্যারেক্টার ম্যাপের একটা অসুবিধা হল, এতে বর্ণগুলো , বিজয় কী-বোর্ডের লে-আউটের পরিবর্তে অ্যসকি কোড অনুযায়ী সাজানো থাকে। তাই প্রথম প্রথম প্রয়োজনীয় বর্ণ খুঁজে পেতে একটু অসুবিধা হতে পারে। তবে কয়েক দিন ব্যবহার করলেই অভ্যাস হয়ে যাবে। আরেকটি ব্যাপার হল, উপরে আমি শুধু ইনসার্ট সিম্বল ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার কথা বলেছি। কিন্তু আপনি ইচ্ছে করলে অন্য যেকোন ওয়ার্ড প্রসেসরে যেমন ওয়ার্ডপ্যাডে বা নোটপ্যাডে বা অন্য যেকোন প্রোগ্রামে এই পদ্ধতি ব্যবহার করে বাংলা টাইপ করতে পারবেন। তবে এরজন্য আপনাকে ইনসার্ট সিম্বলের পরিবর্তে Start > All Programs > Accessories > System Tools > Character Map চালু করতে হবে। এবার যেসব বর্ণ আপনি টাইপ করতে চান, সেগুলো সিলেক্ট করে সিলেক্ট বাটনের উপর ক্লিক করুন অথবা সেসব বর্ণের উপর ডাবল ক্লিক করুন। এরফলে বর্ণগুলো Characters to copy টেক্সট বক্সে জমা হবে। এবার Copy বাটনে ক্লিক করলেই সেগুলো কপি হয়ে যাবে। এরপর ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাড যেখানে প্রয়োজন, সেখানে গিয়ে পেস্ট করে দিতে হবে। পদ্ধতিটা নিঃসন্দেহে চূড়ান্ত রকমের বিরক্তিকর। কিন্তু সফটওয়্যার না থাকলে এ ছাড়া আর উপায় কী!
কোন সফট ছাড়াই অনলাইনে সরাসরি বাংলা টাইপ করুন :
আপনারা অনেকেই কম্পিউটারে বাংলা লিখার জন্য সফট ব্যবহার করেন। তবে কোন সফট ছাড়াই অনলাইনে ওয়েবব্রাউজার দিয়ে বাংলা টাইপ করবার কিছু সাইট রয়েছে। ফলে যাদের কম্পিউটারে বিজয়, অভ্র, শাব্দিক কিংবা অন্য কোন বাংলা টাইপের সফট ইন্সটল করা নেই, তাদের জন্য বেশ সুবিধাজনক। মনে করুন আপনি একটি ইন্টারনেট ক্যাফেতে গেছেন, বাংলা লিখতে চান কিন্তু কম্পিউটারে সফট ইন্সটল করা নেই, সেক্ষেত্রে এই ধরনের অনলাইনের টাইপিংটি বেশ উপকারে দিবে। কিংবা আপনি যদি অন্য কারো কম্পিউটার ব্যবহার করেন যেখানে বাংলা টাইপিং এর সফট ইন্সটল করতে পারছেননা, তাদের জন্যও চমৎকার।
এই সমস্ত সাইটগুলি বেশিরভাগই ফনেটিক কিবোর্ড সাপোর্ট করে। ফনেটিক হল, ইংরেজী বর্ণমালার উচ্চারণেই বাংলা টাইপ করা। যাদের বিজয় কিংবা অন্যকোন বিশেষ কিবোর্ড এর লেআউট মুখস্ত করা নেই তাদের জন্য বেশ সুবিধাজনক। কোন সফট ছাড়াই এইখানে ইউনিকোডে বাংলা টাইপ করতে পারবেন। নিম্নে তেমন কিছু সাইটের কথা উল্লেখ করা হল:
প্রথমেই আমার সবথেকে প্রিয় একটি সাইট তা হল: http://bangla.org.bd/ সাজেদ চৌধুরী এটি তৈরী করেছেন। এটিতে অভ্র ফনেটিক, লেখো ফনেটিক, প্রভাত, somewherein এর ফনেটিক, ইউনিবিজয় (বিজয়ের একটি পরিবর্তিত রূপ) ব্যবহার করা হয়েছে। এই সাইটের সবথেকে বৈশিষ্ট হল এটিতে ওয়ার্ডের মত ফরম্যাট (প্রযুক্তিবীদরা একে বলে WYSIWYG Editor) এ লিখতে পারবেন।
এছড়া, দ্বীপায়ন সরকার ইংরেজী ইচ্চারণেই বাংলা টাইপের সুন্দর একটা সাইট তৈরী করেছেন।
এছাড়া আরো একটি সাইট তৈরী করেছেন তারিকুল আলমঃ http://www.bdjobs.com/bangla
এছাড়া
http://bnwebtools.sourceforge.net/
মনে করুন, আপনার কাছে সুতন্বী এম জে ফন্টটি আছে। কিন্তু এই ফন্টে বাংলা লেখার জন্য যে বিজয় কী-বোর্ড প্রয়োজন, সেটি নেই। এখন আপনি যদি বিজয় সফটওয়্যার ছাড়াই শুধুমাত্র সুতন্বী এম জে দ্বারা বাংলা টাইপ করতে চান, তাহলে প্রথমে আপনাকে এম এস ওয়ার্ডের মেনুবার থেকে Insert > Symbol এ ক্লিক করতে হবে। এরফলে যে উইন্ডোটি আসবে, সেখানকার Font ড্রপ ডাউন লিস্ট বক্স থেকে Sutonny MJ সিলেক্ট করতে হবে। এরফলে আপনি সুতন্বী এম জে ফন্টটির ক্যারেক্টার ম্যাপ দেখতে পাবেন। এবার আপনি যে বর্ণটি টাইপ করতে চান, সেই বর্ণটি সিলেক্ট করে Insert বাটনের উপর ক্লিক করুন অথবা বর্ণটির উপর ডাবল ক্লিক করুন। এখন আপনি যদি Close বাটনে ক্লিক করে এম আএস ওয়ার্ডের মূল উইন্ডোতে ফিরে যান, তাহলে দেখবেন যে আপনার ক্লিক করা বর্ণটি সেখানে টাইপ করা হয়ে গেছে। এই পদ্ধতি অনুসরণ করে আপনি বর্ণের পর বর্ণ, শব্দের পর শব্দ, এমনকি বাক্যের পর বাক্য টাইপ করে যেতে পারবেন কোন সফটওয়্যার ছাড়াই।
এই ক্যারেক্টার ম্যাপের একটা অসুবিধা হল, এতে বর্ণগুলো , বিজয় কী-বোর্ডের লে-আউটের পরিবর্তে অ্যসকি কোড অনুযায়ী সাজানো থাকে। তাই প্রথম প্রথম প্রয়োজনীয় বর্ণ খুঁজে পেতে একটু অসুবিধা হতে পারে। তবে কয়েক দিন ব্যবহার করলেই অভ্যাস হয়ে যাবে। আরেকটি ব্যাপার হল, উপরে আমি শুধু ইনসার্ট সিম্বল ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার কথা বলেছি। কিন্তু আপনি ইচ্ছে করলে অন্য যেকোন ওয়ার্ড প্রসেসরে যেমন ওয়ার্ডপ্যাডে বা নোটপ্যাডে বা অন্য যেকোন প্রোগ্রামে এই পদ্ধতি ব্যবহার করে বাংলা টাইপ করতে পারবেন। তবে এরজন্য আপনাকে ইনসার্ট সিম্বলের পরিবর্তে Start > All Programs > Accessories > System Tools > Character Map চালু করতে হবে। এবার যেসব বর্ণ আপনি টাইপ করতে চান, সেগুলো সিলেক্ট করে সিলেক্ট বাটনের উপর ক্লিক করুন অথবা সেসব বর্ণের উপর ডাবল ক্লিক করুন। এরফলে বর্ণগুলো Characters to copy টেক্সট বক্সে জমা হবে। এবার Copy বাটনে ক্লিক করলেই সেগুলো কপি হয়ে যাবে। এরপর ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাড যেখানে প্রয়োজন, সেখানে গিয়ে পেস্ট করে দিতে হবে। পদ্ধতিটা নিঃসন্দেহে চূড়ান্ত রকমের বিরক্তিকর। কিন্তু সফটওয়্যার না থাকলে এ ছাড়া আর উপায় কী!
কোন সফট ছাড়াই অনলাইনে সরাসরি বাংলা টাইপ করুন :
আপনারা অনেকেই কম্পিউটারে বাংলা লিখার জন্য সফট ব্যবহার করেন। তবে কোন সফট ছাড়াই অনলাইনে ওয়েবব্রাউজার দিয়ে বাংলা টাইপ করবার কিছু সাইট রয়েছে। ফলে যাদের কম্পিউটারে বিজয়, অভ্র, শাব্দিক কিংবা অন্য কোন বাংলা টাইপের সফট ইন্সটল করা নেই, তাদের জন্য বেশ সুবিধাজনক। মনে করুন আপনি একটি ইন্টারনেট ক্যাফেতে গেছেন, বাংলা লিখতে চান কিন্তু কম্পিউটারে সফট ইন্সটল করা নেই, সেক্ষেত্রে এই ধরনের অনলাইনের টাইপিংটি বেশ উপকারে দিবে। কিংবা আপনি যদি অন্য কারো কম্পিউটার ব্যবহার করেন যেখানে বাংলা টাইপিং এর সফট ইন্সটল করতে পারছেননা, তাদের জন্যও চমৎকার।
এই সমস্ত সাইটগুলি বেশিরভাগই ফনেটিক কিবোর্ড সাপোর্ট করে। ফনেটিক হল, ইংরেজী বর্ণমালার উচ্চারণেই বাংলা টাইপ করা। যাদের বিজয় কিংবা অন্যকোন বিশেষ কিবোর্ড এর লেআউট মুখস্ত করা নেই তাদের জন্য বেশ সুবিধাজনক। কোন সফট ছাড়াই এইখানে ইউনিকোডে বাংলা টাইপ করতে পারবেন। নিম্নে তেমন কিছু সাইটের কথা উল্লেখ করা হল:
প্রথমেই আমার সবথেকে প্রিয় একটি সাইট তা হল: http://bangla.org.bd/ সাজেদ চৌধুরী এটি তৈরী করেছেন। এটিতে অভ্র ফনেটিক, লেখো ফনেটিক, প্রভাত, somewherein এর ফনেটিক, ইউনিবিজয় (বিজয়ের একটি পরিবর্তিত রূপ) ব্যবহার করা হয়েছে। এই সাইটের সবথেকে বৈশিষ্ট হল এটিতে ওয়ার্ডের মত ফরম্যাট (প্রযুক্তিবীদরা একে বলে WYSIWYG Editor) এ লিখতে পারবেন।
এছড়া, দ্বীপায়ন সরকার ইংরেজী ইচ্চারণেই বাংলা টাইপের সুন্দর একটা সাইট তৈরী করেছেন।
এছাড়া আরো একটি সাইট তৈরী করেছেন তারিকুল আলমঃ http://www.bdjobs.com/bangla
এছাড়া
- অনলাইন লেখন পদ্ধতি
- অনলাইন পরিবর্তন করার টুল
http://bnwebtools.sourceforge.net/
মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক ২.১.০ আলফা ১ (সেপ্টেম্বর ১৮, ২০০৭)
If you can't see Bangla, please download Unicode Bangla Font from here.
প্রথম বক্সটিতে নির্দিষ্ট যেকোন একটি কীবোর্ড লেআউট সিলেক্ট করে ইউনিকোড ভিত্তিক বাংলা লিখতে পারেন।
ইংরেজী প্রভাত সামহোয়্যার-ইন অভ্র বর্ণসফট | | [ | ] |
ইউনিকোড ছাড়া প্রচলিত বাংলায় লেখা টেক্সট ইউনিকোডে পরিবর্তনের জন্য দ্বিতীয় বক্সে কপি করুন ও দ্বিতীয় বক্সের উপরে এটি কোন ধরনের টেকস্ট সেটি সিলেক্ট করুন। এরপরে "ইউনিকোডে বদলে উপরে নাও" বাটনটি চাপুন, আপনার ইউনিকোড টেক্সটটি পেয়ে যাবেন উপরের ইউনিকোড এডিটরে।
যে চাবি টেপা হয়েছে: কিছু না
বাংলা ওয়েব টুলস নীড়পাতা
এই প্রজেক্টটি ওয়েব এপ্লিকেশনের জন্য ইউনিকোড ভিত্তিক বাংলা টুলস গড়ে তুলবার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে। প্রাথমিকভাবে বাংলা, অভ্র ফোনেটিক (অসম্পূর্ণ) ইত্যাদি লেখন পদ্ধতি এবং প্রচলিত বাংলা থেকে ইউনিকোড ও উল্টোটা পরিবর্তন করার টুল তৈরী করা হয়েছে। সোর্সফর্জে প্রজেক্টের প্রধান পাতা এখানে পাবেন।
সেপ্টেম্বর ১৮, ২০০৭ (ভার্সন ২.১.০) থেকে এই প্রজেক্টটি দুটি ভিন্ন ভিন্ন লাইসেন্সের অধীনে প্রকাশিত হচ্ছে।
- যদি আপনি ব্যক্তিগত এবং অবানিজ্যিক ওপেন সোর্স প্রজেক্টে ব্যবহার করতে চান তাহলে এই সফটওয়্যারটি জিপিএল ৩ (GPL 3) লাইসেন্সের অধীনে ব্যবহার করতে পারবেন।
- তবে বানিজ্যিকভাবে ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই একটি অনুমোদিত এন্টারপ্রাইজ লাইসেন্স ক্রয় করতে হবে। লাইসেন্সের ব্যপারে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এস এম মাহবুব মুর্শেদের সাথে।
শর্টকাট চাবি:
- ইংরেজী টাইপ করতে Ctl+Alt+E বা Escape চাপুন।
- সামহোয়্যার-ইন ফোনেটিক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+P চাপুন।
- অভ্র ফোনেটিক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+A চাপুন। লক্ষ্য করুন, অভ্র ফোনেটিক কিন্তু এখনও অসম্পূর্ণ।
- প্রভাত পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+V চাপুন।
প্রচলিত বাংলা থেকে ইউনিকোড বা উল্টোটা পরিবর্তন করতে:
- প্রচলিত বাংলা থেকে ইউনিকোড
যদি আপনি বিজয় ২০০১, সামহোয়্যার-ইন টেকস্ট বা বৈশাখী বাংলা থেকে ইউনিকোডে পরিবর্তন করতে চান তাহলে নিচের টেকস্ট বক্সে লেখাটি পেস্ট করে পুরোনো বাংলা বাক্সের ঠিক উপরের উপযুক্ত অপশনটি বাছাই করে নিয়ে "ইউনিকোডে বদলে উপরে নাও" বোতামটি চাপ দিন। এতে করে নীচের 'পুরোনো বাংলা' বাক্সের লেখাটি ইউনিকোড হয়ে উপরের বাক্সে চলে যাবে।
- ইউনিকোড থেকে প্রচলিত বাংলা
যদি আপনি ইউনিকোড থেকে বিজয় ২০০১, সামহোয়্যার-ইন টেকস্ট বা বৈশাখী বাংলায় পরিবর্তন করতে চান তাহলে উপরের টেকস্ট বক্সে ইউনিকোড লেখাটি পেস্ট করে পুরোনো বাংলা বাক্সের ঠিক উপরের উপযুক্ত অপশনটি বাছাই করে নিয়ে "পুরোনো বাংলায় বদলে নীচে আনো" বোতামটি চাপ দিন। এতে করে 'ইউনিকোড এডিটরের' লেখাটি পুরোনো বাংলায় পরিবর্তীত হয়ে নীচের বাক্সে চলে আসবে।
- প্রচলিত বাংলা থেকে আরেক ধরনের প্রচলিত বাংলা
যদি প্রচলিত বিজয় বাংলা থেকে বৈশাখী বাংলায় পরিবর্তন করতে চান তাহলে প্রথমে বিজয় থেকে ইউনিকোডে বদলে নিন, তারপর ইউনিকোড থেকে বৈশাখী তে বদলে নিয়ে আসুন। উল্টোটার জন্য উল্টোটা করুন।
এই ধরনের অন্যান্য টুল
- অনলাইন লেখন পদ্ধতি
- সাজেদ চৌধুরীর উন্নত লেখা এবং লেখো পদ্ধতি
- দীপায়ন সরকারের লেখো পদ্ধতি
- হাসিন হায়দারের ইউনিজয় পদ্ধতি
- হাসিন হায়দারের ফোনেটিক পদ্ধতি
- অনলাইন পরিবর্তন করার টুল
মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক ২.১.০ আলফা ১ (সেপ্টেম্বর ১৮, ২০০৭)
If you can't see Bangla, please download Unicode Bangla Font from here.
প্রথম বক্সটিতে নির্দিষ্ট যেকোন একটি কীবোর্ড লেআউট সিলেক্ট করে ইউনিকোড ভিত্তিক বাংলা লিখতে পারেন।
ইংরেজী প্রভাত সামহোয়্যার-ইন অভ্র বর্ণসফট | | [ | ] |
ইউনিকোড ছাড়া প্রচলিত বাংলায় লেখা টেক্সট ইউনিকোডে পরিবর্তনের জন্য দ্বিতীয় বক্সে কপি করুন ও দ্বিতীয় বক্সের উপরে এটি কোন ধরনের টেকস্ট সেটি সিলেক্ট করুন। এরপরে "ইউনিকোডে বদলে উপরে নাও" বাটনটি চাপুন, আপনার ইউনিকোড টেক্সটটি পেয়ে যাবেন উপরের ইউনিকোড এডিটরে।
যে চাবি টেপা হয়েছে: কিছু না
বাংলা ওয়েব টুলস নীড়পাতা
এই প্রজেক্টটি ওয়েব এপ্লিকেশনের জন্য ইউনিকোড ভিত্তিক বাংলা টুলস গড়ে তুলবার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে। প্রাথমিকভাবে বাংলা, অভ্র ফোনেটিক (অসম্পূর্ণ) ইত্যাদি লেখন পদ্ধতি এবং প্রচলিত বাংলা থেকে ইউনিকোড ও উল্টোটা পরিবর্তন করার টুল তৈরী করা হয়েছে। সোর্সফর্জে প্রজেক্টের প্রধান পাতা এখানে পাবেন।
সেপ্টেম্বর ১৮, ২০০৭ (ভার্সন ২.১.০) থেকে এই প্রজেক্টটি দুটি ভিন্ন ভিন্ন লাইসেন্সের অধীনে প্রকাশিত হচ্ছে।
- যদি আপনি ব্যক্তিগত এবং অবানিজ্যিক ওপেন সোর্স প্রজেক্টে ব্যবহার করতে চান তাহলে এই সফটওয়্যারটি জিপিএল ৩ (GPL 3) লাইসেন্সের অধীনে ব্যবহার করতে পারবেন।
- তবে বানিজ্যিকভাবে ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই একটি অনুমোদিত এন্টারপ্রাইজ লাইসেন্স ক্রয় করতে হবে। লাইসেন্সের ব্যপারে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এস এম মাহবুব মুর্শেদের সাথে।
শর্টকাট চাবি:
- ইংরেজী টাইপ করতে Ctl+Alt+E বা Escape চাপুন।
- সামহোয়্যার-ইন ফোনেটিক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+P চাপুন।
- অভ্র ফোনেটিক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+A চাপুন। লক্ষ্য করুন, অভ্র ফোনেটিক কিন্তু এখনও অসম্পূর্ণ।
- প্রভাত পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+V চাপুন।
প্রচলিত বাংলা থেকে ইউনিকোড বা উল্টোটা পরিবর্তন করতে:
- প্রচলিত বাংলা থেকে ইউনিকোড
যদি আপনি বিজয় ২০০১, সামহোয়্যার-ইন টেকস্ট বা বৈশাখী বাংলা থেকে ইউনিকোডে পরিবর্তন করতে চান তাহলে নিচের টেকস্ট বক্সে লেখাটি পেস্ট করে পুরোনো বাংলা বাক্সের ঠিক উপরের উপযুক্ত অপশনটি বাছাই করে নিয়ে "ইউনিকোডে বদলে উপরে নাও" বোতামটি চাপ দিন। এতে করে নীচের 'পুরোনো বাংলা' বাক্সের লেখাটি ইউনিকোড হয়ে উপরের বাক্সে চলে যাবে।
- ইউনিকোড থেকে প্রচলিত বাংলা
যদি আপনি ইউনিকোড থেকে বিজয় ২০০১, সামহোয়্যার-ইন টেকস্ট বা বৈশাখী বাংলায় পরিবর্তন করতে চান তাহলে উপরের টেকস্ট বক্সে ইউনিকোড লেখাটি পেস্ট করে পুরোনো বাংলা বাক্সের ঠিক উপরের উপযুক্ত অপশনটি বাছাই করে নিয়ে "পুরোনো বাংলায় বদলে নীচে আনো" বোতামটি চাপ দিন। এতে করে 'ইউনিকোড এডিটরের' লেখাটি পুরোনো বাংলায় পরিবর্তীত হয়ে নীচের বাক্সে চলে আসবে।
- প্রচলিত বাংলা থেকে আরেক ধরনের প্রচলিত বাংলা
যদি প্রচলিত বিজয় বাংলা থেকে বৈশাখী বাংলায় পরিবর্তন করতে চান তাহলে প্রথমে বিজয় থেকে ইউনিকোডে বদলে নিন, তারপর ইউনিকোড থেকে বৈশাখী তে বদলে নিয়ে আসুন। উল্টোটার জন্য উল্টোটা করুন।
এই ধরনের অন্যান্য টুল
- অনলাইন লেখন পদ্ধতি
- সাজেদ চৌধুরীর উন্নত লেখা এবং লেখো পদ্ধতি
- দীপায়ন সরকারের লেখো পদ্ধতি
- হাসিন হায়দারের ইউনিজয় পদ্ধতি
- হাসিন হায়দারের ফোনেটিক পদ্ধতি
- অনলাইন পরিবর্তন করার টুল