প্রায়সই অনেকেই আমাকে জিজ্ঞাস করেন, কিভাবে বিজয়ের পুরান ফন্টে লিখা টেক্সটকে ইউনিকোডের রুপান্তর করতে পারব। যারা বাংলায় টাইপ করেন তাদের একটা বড় অংশই বিজয় ব্যবহার করেন আর বিজয়ের সার্থকতা এইখানেই। তবে বর্তমানে ইউনিকোড বহুলভাবে ব্যববহৃত হওয়ায় অনেকেই তাদের পুরান লিখা ইউনিকোডে রুপান্তর করতে চান। এই বছর বিজয়ের ইউনিকোড সংস্করণ বের হয়েছে এবং তারা এইরকম একটা কনভার্টার বের করেছেন, তবে আমার যারা প্রবাসে আছি তাদের জন্য তা পাওয়া বেশ কঠিন।
তবে অনলাইনে এইরকম একটা কনভার্টার তৈরী করেছেন হাংগার প্রোজেক্ট এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট Dr. John Coonrod। আমার একান্ত ধন্যবাদ সুন্দর এই কনভার্টারটি তৈরী করার জন্য ও আমাদের তা ব্যবহারের সুযোগ দেবার জন্য। সাইটি হল: www.shujan.org/bangla
আমি ব্যবহার করে দেখেছি, বিজয় ২০০০ এর Suttonny MJ ফন্টের ডকুমেন্ট খুব সহজেই ইউনিকোডে রুপান্তর করা যায়। তবে কিছু কিছু যুক্তাক্ষরের সময় সামান্য কিছু সমস্যা আছে, তা পরবর্তিতে টাইপ করে নিতে হবে। আশা করব পরবর্তি সংস্করনে এই সমস্যাগুলি সমাধান করা হবে। তবে নেই মামার চেয়ে কানা মামা ভাল। আপাতত কাজ চালিয়ে নেবার জন্য যথেষ্ট। তবে ওয়ার্ডের কোন ডকুমেন্ট কনভার্ট করবার সময় প্রথমে টেক্সটি কোন Text editor এ কপি করে তারপর অনলাইন কনভার্টার এ পেষ্ট করে কনভার্ট করলে যুক্তাক্ষরের ভুলের সংখ্যা অনেক কমে যায়।
তথ্যটি দেবার জন্য জিয়াউল হাবিবের কাছে আমি কৃতজ্ঞ।
[আপডেট ৮ই নভেম্বর ২০০৬]
তবে অনলাইনে এইরকম একটা কনভার্টার তৈরী করেছেন হাংগার প্রোজেক্ট এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট Dr. John Coonrod। আমার একান্ত ধন্যবাদ সুন্দর এই কনভার্টারটি তৈরী করার জন্য ও আমাদের তা ব্যবহারের সুযোগ দেবার জন্য। সাইটি হল: www.shujan.org/bangla
আমি ব্যবহার করে দেখেছি, বিজয় ২০০০ এর Suttonny MJ ফন্টের ডকুমেন্ট খুব সহজেই ইউনিকোডে রুপান্তর করা যায়। তবে কিছু কিছু যুক্তাক্ষরের সময় সামান্য কিছু সমস্যা আছে, তা পরবর্তিতে টাইপ করে নিতে হবে। আশা করব পরবর্তি সংস্করনে এই সমস্যাগুলি সমাধান করা হবে। তবে নেই মামার চেয়ে কানা মামা ভাল। আপাতত কাজ চালিয়ে নেবার জন্য যথেষ্ট। তবে ওয়ার্ডের কোন ডকুমেন্ট কনভার্ট করবার সময় প্রথমে টেক্সটি কোন Text editor এ কপি করে তারপর অনলাইন কনভার্টার এ পেষ্ট করে কনভার্ট করলে যুক্তাক্ষরের ভুলের সংখ্যা অনেক কমে যায়।
তথ্যটি দেবার জন্য জিয়াউল হাবিবের কাছে আমি কৃতজ্ঞ।
[আপডেট ৮ই নভেম্বর ২০০৬]
http://bnwebtools.sourceforge.net/ |