জাভা সমর্থিত যেকোনো মোবাইলেই ফেইসবুকের আপডেট এবং স্টাটাস দেখা ও বন্ধুদের সঙ্গে চ্যাট করা যায়। এ সুবিধা পেতে প্রথমে http:/ww/w.mediafire.com/?qalg2w2f3j7j321#2 ঠিকানা থেকে 'ফেইসবুক চ্যাট' নামের সফটওয়্যার ডাউনলোড করুন। এর পর কম্পিউটার থেকে ফেইসবুকে লগইন করে অ্যাকাউন্ট সেটিংয়ে যান। তারপর Account Security অপশন থেকে Send me an email I Send me a text message অপশন দুটিতে যদি টিক দেওয়া থাকে তাহলে টিকচিহ্নগুলো উঠিয়ে দিন। এবার ডাউনলোড করা সফটওয়্যারটি মোবাইলে ইনস্টল করে মোবাইল থেকেই ফেইসবুকে চ্যাট করুন।