উইন্ডোজ এক্সপিতে উইন্ডোজ 7 এর Logon Screen

আপনি কি আপনার উইন্ডোজ এক্সপির logon Screen বদলে ফেলতে চান? পুরোনো logon Screen দেখতে দেখতে আর ভাল লাগছেনা? ঠিক আছে, উইন্ডোজ এক্সপির logon Screen এর বদলে ব‌্যাবহার করুন উইন্ডোজ 7 এর logon Screen। যদিও উইন্ডোজ 7 এখনো অফিসিয়ালি রিলিজ হয়নি। খুব সহজেই আপনি আপনার কম্পিউটারের logon Screen টি বদলে ফেলতে পারেন। আপনাকে যা করাতে হবে তা হল নিচের লিংক থেকে ছোট একটি জিপ ফাইল ডাউনলোড করতে হবে।

ডাউনলোড শেষে C:\windows এ গিয়ে resources ফোল্ডারটি ওপেন করে Logon নামে আর একটি ফোল্ডার বানান। তার পর ডাউনলোড করা ফাইলগুলি থেকে logonUI.exe টি কপি করে Logon ফোল্ডারটিতে পেস্ট করুন। এখন Setup.reg কে চালু করুন Yes -> OK দিন। এবার কম্পিউটারকে restart করুন। এখন logon Screen টি দেখুন কেমন লাগে।

Windows 7 Logon Screen