উইন্ডোজ এক্সপি সফট রিস্টার্ট

উইন্ডোজ হ্যাং হয়ে গেলে কম্পিউটার রিস্টার্ট করা ছাড়া উপায় থাকে না। সব ক্ষেত্রে সম্ভব না হলে ও অনেক ক্ষেত্রে সম্পূর্ন পিসি রিস্টার্ট না দিয়ে শুধু উইন্ডোজ এক্সপ্লোরার রিস্টার্ট দিয়েও কাজ চালানো সম্ভব। এর ফলে পিসি রিস্টার্ট করতে যে সময়টুকু লাগে এর চাইতে অনেক কম সময়ে কাজটা সেরে ফেলা যায়। এজন্য CTRL+ALT+DEL বাটন চাপ দিন। Windows Task Manager চালু হবে। Processes ট্যাবের অধীনে Explorer.exe সিলেক্ট করে End Process বাটনে ক্লিক করুন। স্টার্ট মেন্যু, টাস্কবার, সিস্টেম ট্রে, ডেস্কটপ ইত্যাদি বন্ধ হয়ে যাবে।

এবার File মেন্যুতে New Task (Run...) এ ক্লিক করুন। Open: এ explorer.exe লিখে OK ক্লিক করুন সবকিছু(স্টার্ট মেন্যু, টাস্কবার, সিস্টেম ট্রে, ডেস্কটপ) আবার চালু হয়ে যাবে।