যদি এমন হতো আকাশে উড়তে পারতাম!! যদি এমন হতো সারা জীবন ঘুমিয়ে কাটাতে পারতাম!!! :) আমরা সবাই জানি এইটা কখন ও হবার নয়। কিন্তু একটা জিনিস হওয়ার আছে তা হল Vista'র কার্সর Windows XP তে ব্যবহার করা। জিনিসটা করা খুবই সহজ। তাহলে চলুন দেখা যাক Vista'র কার্সর Windows XP তে কিভাবে ব্যবহার করা যায়।
প্রথমে এই লিংক থেকে ডাউনলোড করুন Vista'র কার্সর। ডাউনলোড শেষে আনজিপ করুন। আনজিপ করা ফাইলগুলোর মধ্যে Install নামে একটা ফাইল দেখতে পাবেন। Install ফাইলটার উপর রাইট মাউস ক্লিক করে Install এ ক্লিক করুন। এবার Control Panel -> Mouse -> Pointers এ গিয়ে Aero Cursors (Alphablended) সিলেক্ট করে Apply করে OK করুন। ব্যাস হয়ে গেল।