কে না চায় যে তার কম্পিউটারটা থাকুক সব চাইতে সুন্দর:)। আমি মনে করি অনেকেই
চায় যে তার কম্পিউটারটা থাকুক সবার চাইতে আলাদা। এ জন্য হয়ত অনেক কিছুই
ব্যাবহার করেছেন। থিম, সাউন্ড, কালার ইত্যাদি ইত্যাদি। যত কিছু করিনা কেন
তার পরেও আরও অনেক কিছু করতে মন চায়(আমার মত)। আমি চাই আমার কম্পিউটারের সব
কিছু থাকবে অন্য রকম। যাতে কেউ একজন দেখা মাত্র বলে এইটা আবার কি? এখন সেই
রকম কিছুর খোঁজ আপনাদেরকে দেব। যা পুরো কম্পিউটারের চেহারাটাই বদলে দেবে।
আর এই কাজটি আমরা করবো একটি থিম Theme দিয়ে। সফটওয়্যারটির নাম হল Xbox
XtremeXP। এটি শুধু মাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেম এক্সপি তে কাজ করবে।
ফাইল সাইজ 1.2 MB। ১০০% ফ্রীওয়্যার। ডাউনলোড করবেন এই লিংক থেকে।