আপনি চাইলে WindowsXp তে Minimize/Maximize এর গতি বাড়িয়ে নিতে পারেন।
এজন্য Start Menu -> Run ক্লিক করুন অথবা keyboard থেকে Win + r টাইপ
করুন। এবান Run এ regedit লিখে এন্টার দিন। Registry Editor চালু হবে।
HKEY_CURRENT_USER > ControlPanel > Desktop > WindowMetrics থেকে
MinAnimate এ ডাবল ক্লিক করুন এবং মান ১ এর স্থানে ০ করে দিন। এবার
কম্পিউটার রিস্টার্ট করুন। এরপর Minimize/Maximize করেলই বুঝতে পারেবন।