সব কিছুকে বাক্স বন্দি করুন!!

আমরা আমাদের প্রয়োজনে ফাইল, ফোল্ডার, ফটো, ভিডিও এইসব আমাদের কম্পিউটারে রাখি। কিন্তু আপনি আপনার কম্পিউটার একা ব্যাবহার করতে পারেন না। কারন পরিবারের অন্য সবাই ও একই কম্পিউটার ব্যাবহার করে। এই অবস্থায় আপনার ব্যাক্তিগত ফাইল, ফোলডার, ফটো, ভিডিও সবাই দেখে ফেলতে পারে। তাই আপনি চাইলে সব কিছুকে একটি বক্সে পাসওয়ার্ড দিয়ে বন্দি করে রাখতে পারেন। ফলে আপনার কোন কিছুই কেউ দেখতে পাবে না :)। এই কাজে আপনাকে সাহায্য করবে My Lockbox নামের সফটওয়্যারটি।
সফটওয়্যারটি ১০০% ফ্রিওয়্যার। ডাউনলোড করুন এই লিংক থেকে।