অনেক সময় আমাদের প্রয়োজনীয় file এ password দেওয়ার প্রয়োজন পরে এবং এর
জন্য আমরা বিভিন্ন ধরনের extra software download এবং install করে থাকি।
কিন্তু আমরা এটা Microsoft Office Excel এর মাধ্যমে খুব সহজে করতে পারি এবং
এটা most security ও বটে from other software কারণ এতে রয়েছে বিভিন্ন
ধরনের file password দেয়ার option এবং কেউ বুঝতে পারবে না যে excel এ
আপনার গোপনীয় file লুকানো। প্রথমে Microsoft Office ইনস্টল করে ফেলুন(যদি
না থাকে)। Microsoft Excel চালু করুন।
“Insert” menu –> object –> “create from file” tab এ click –
“Browse” button click করে আপনার file টি excel ফাইলটিতে insert করুন।
তারপর excel file টি password দিয়ে save করুন। আর যদি folder হয় তাহলে
folder টি কে zip করে file হিসেবে excel এ insert করে নিন।