থার্ডপার্টি সফটওয়্যার ছাড়াই সিডি রাইট করুন

সিডি রাইটিং এর জন্য আমরা অনেক রকম Software ব্যবহার করে থাকি। এর মধ্যে বহুল ব্যবহৃত একটি হচ্ছে Nero। কিন্তু এক্সপিতে কোন প্রকার Software ইনষ্টল  ছাড়াই সিডি রাইট করার একটি সুবিধা আছে। তবে এর জন্য আপনার অবশ্যই কম্বোড্রাইভ বা সিডি রাইটার থাকতে হবে। আপনি যে ফাইলগুলোকে রাইট করতে চান, সেগুলোকে প্রথমে রাইটারের ড্রাইভে কপি করে নিয়ে আসুন। কপি করা হয়ে গেলে ড্রাইভে প্রবেশ করুন। বাম দিকে অপশন দেখতে পাবেন – Write these files to CD। এতে ক্লিক করুন। এর ফলে সিডি রাইটিং শুরু হবে।