XP তে ব্যবহার করুন Windows 7 এর Circle Dock Bar

কত রকমের যে dock ব্যাবহার করেছেন তার কোন শেষ নেই। আর কত রকমের যে ব্যাবহার করবেন তা বলা অসম্ভব :)। আসলে আমাদের সবারই একটা জিনিস ভালো লাগে তা হল, নিত্য নতুন জিনিস ব্যাবহার করতে, জানতে, এবং জানাতে। তাইতো আজ আমি আপনাদরকে নতুন একটা dock এর খবর দেব। তা হল Circle Doc Bar। এটা Windows 7 এর ডক বারের মত দেখতে। সম্পূর্ণ ফ্রি তে এটি আপনি ব‌্যাবহার করতে পারেন আপনার অপারেটিং সিস্টেম XP তে। আর দেরি না করে করে ডাউনলোড করুন এখনই।

ডাউনলোড করবেন এই লিংক থেকে।