আপনারা যারা ভিস্তা ব্যবহার করেন, তাদের Windows Sidebar কে অতটা সুন্দর
লাগে না কারণ এটিকে আপনি থিম দিয়ে সাজিয়ে তুলতে পারেন না। তবে চিন্তার
কিছু নেই। এই কাজের জন্য থার্ড পার্টি আপ্লিকেশন ডেভেলপাররা একটি সফটওয়ার
তৈরি করেছে যা আপনাকে আপনার Windows Vista সাইডবারকে থিম দিয়ে সাজিয়ে
তুলতে এবং রিসাইজ করার সুযোগ দেবে। সফটওয়্যারটির নাম Windows Sidebar
Styler। নিচের লিংক থেকে এটি ডাউনলোড করে ইন্সটল করুন। এটি চালু করার পরে
সাইডবার একবার রিস্টার্ট করুন।
এই সফটওয়ারটি চালু করার পরে একটি ডায়লগ আসবে, ওখানে দেখবেন অনেক থিম আছে,
একটিকে সিলেক্ট করলে এটি দেখতে কেমন হবে তা ডান দিকে প্রিভিউ দেখানো হবে।
যখন কোন একটা থিম আপনার ভাল লাগবে, তখন বড় play button টি ক্লিক করুন,
(দেখতে অনেকটা Windows Media Player এর মত, তাই না?)। ব্যাস, কাজ হয়ে গেল।
এই সফটওয়ার দিয়ে আপনি আপনার সাইডবার রিসাইজ করতে পারবেন (অপসন এ গিয়ে),
আবার লক করে ও রাখতে পারবেন, যাতে রিসাইজ করা না যায়, ঠিক টাস্কবারের মত।
এই সফটওয়ারটি ব্যবহার করার আরেকটা লাভ হল যে আপনি Windows Presentation
Framwork (WPF) ইউটিলাইজ করে আরো শক্তিশালি গ্যজেট লোড করতে পারবেন। তাহলে
আর দেরি কেন? সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে।
32-bit ও 64-bit ভিস্তা এডিশনের জন্য এটি পাওয়া যাবে। আর আপনি আপনার
সাইডবার এই সফটওয়ার দিয়ে সাজানোর জন্য এটির বিল্ট-ইন থিম ছাড়া আরো থিম
ডাউনলোড করতে পারেন এই লিংক থেকে।