Windows 7 এ Quick Launch ফিরিয়ে আনুন

Windows 7 ইনস্টল করেছি কয়েকদিন হলো। শুরুতেই একটা হোঁচট খেলাম। আরে, Quick Launch কই!! খোঁজ খবর নিয়ে জানতে পারলাম Windows এর আগের ভার্শনগুলোর মত Windows 7 এ Quick Launch দেওয়া হয়নি। অনেক দিনের অভ্যাস এত সহজে ভুলি কিভাবে? গুগল নিয়ে লেগে গেলাম কিভাবে Quick Launch কে ফিরিয়ে আনা যায়। এবং পেয়ে ও গেলাম :)। যারা আমার মত Quick Launch এ অভ্যস্থ তাদের জন্য নিচে পদ্ধতিটা তুলে ধরলাম:

১. Taskbar এ খালি যায়গায় রাইট ক্লিক করে Lock the Taskbar থেকে টিক চিহ্ন তুলে দিন।
২. Taskbar এ খালি যায়গায় আবার রাইট ক্লিক করে Toolbars -> New Toolbar... এ ক্লিক করুন।
৩. আপনাকে লোকেশন দেখাতে বলবে নিচের এড্রেসটি কপি করে পেস্ট করুন। Quick Launch ফোল্ডার সিলেক্ট করে Select Folder বাটনে ক্লিক করুন।

%userprofile%AppDataRoamingMicrosoftInternet ExplorerQuick Launch

৪. এখন আপনি Quick Launch কে Taskbar এ দেখতে পাবেন। Quick Launch কে ড্র্যাগ করে Stat Menu এর পাশে নিয়ে আসুন।
৫. এবার Taskbar এ খালি যায়গায় রাইট ক্লিক করে Show Text এবং Show Title থেকে টিক চিহ্ন তুলে দিন।
৬. Taskbar এ খালি যায়গায় রাইট ক্লিক করে Lock the Taskbar এ টিক চিহ্ন দিন।
৭. দেখুন আপনার চিরচেনা Quick Launch ফিরে এসেছে।