আপনারা অবশ্যই শুনেছেন যে Windows 7 অনেক উন্নত হয়েছে আর এতে অনেক ফিচার
রয়েছে, এদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে হল Aero Shake ও Windows 7
touch। তবে touch ফিচারটির জন্য একটি টাচ সেনসিটিভ মনিটর লাগবে। কিন্তু
Aero Shake আপনি Vista অথবা xp তে ও করতে পারবেন। এজন্য আপনার লাগবে ছোট্ট
একটি সফটওয়্যার যার সম্পর্কে এখানে বলব। সফটওয়্যারটা হল MouseShake। এটি
ইন্সটল করার পরে launch করে মিনিমাইজ করবেন, তখন এটি টাস্কবারে চলে যাবে।
এখন আপনি অনেক গুলো উইন্ডো অপেন করুন, তারপর যেকোন একটি উইন্ডোর টাইটেল
বারটি ধরে প্রথমে বামে তারপরে ডানে মাউস দিয়ে নাড়াতে থাকুন, যেন আপনি
উইন্ডোটিকে ঝাকাচ্ছেন। তারপর দেখবেন ঝাকানোটা ছাড়া বাকি সব উউন্ডোগুলো
মিনিমাইজ হয়ে গেছে!!!
আবার ঝাকান, তারপর সব ম্যাক্সিমাইজ হয়ে গেছে!!! আপনি আবার একটি উইন্ডোকে
উপরে নিচে ঝাকান। দেখবেন আপনার ঝাকানো উইন্ডটি transparent হয়ে গেছে আর
পেছনে কোন ইন্যাক্টিভ উইন্ডো থাকলে দেখা যাচ্ছে!!! এটা দিয়ে আপনি দেখতে
পারেন পিছনে কি হচ্ছে। এরকম আরো অনেক কিছু করা যায়। যেমন, পরের ও আগের গান
শোনা, উইন্ড compare করা, ইত্যাদি। এই সফটওয়্যারটি আসলে মাউস গেসচার
দিয়ে কাজ করে। কাজেই আপনার ঠিক মত উইন্ডোগুলো ঝাকাতে হবে নাহলে কাজ হবে
না। আপনি ইচ্ছে করলে আপনার নিজের গেসচার বানাতে পারেন, যা দিয়ে আপনি অনেক
কিছু করতে পারেন, যেমন Start Menu খুলতে, নির্দিষ্ট প্রোগ্রাম চালু
ইত্যাদি। ডিফল্ট গেসচার গুলো দেখতে চাইলে সফটওয়্যারটি টাস্কবারে থাকলে
উঠিয়ে নিয়ে এসে ক্লিক করুন Edit Gesture আর ওখানে ডিফল্ট গেসচারগুলো
দেখতে পাবেন (একটিতে ক্লিক করে) এটা আপনাকে সাহায্য করতে পারে কিভাবে ঠিক
ভাবে এই কাজ গুলো করবেন। ব্যস আর বলবো না! এই ছোট সফটওয়্যারটিতে এত ফিচার
আছে যে তা বলতে গেলে দশ পাতা লেগে যাবে, আপনি সফটওয়্যারটি launch করে Help এ
যাবেন, কত গুলো টিউটোরিয়াল ভিডিও দেখাবে। সম্পুর্ণ ফ্রিতে ডাউনলোড করুন এই লিংক থেকে। তবে মনে রাখবেন, এটা পুরা মাস্টার করতে আপনার একটু প্র্যাক্টিস লাগবে।