আপনার উইন্ডোজ একটিভ করা না থাকলে, আপনি যখন কোন উইন্ডোজ আপডেট করতে
চাইবেন, আপনাকে জেনুইন এর পরীক্ষা দিতে হইবে। পাস করলে সে ফাইলটা ডাউনলোড
করতে বা ইনষ্টল করতে দিবে। আপনাকে তখন একটিভেটর সফটওয়ার খুজতে হবে। আপনি
চাইলে উইন্ডোজকে একটিভ করতে পারেন কোন সফটওয়ার ছাড়াই। এজন্য নিচের ধাপগুলো
ফলো করুন।
১. Start Menu >> Run এ regedit লিখে এন্টার দিন। রেজিস্ট্রি এডিটর চালু হবে।
২. HKEY_LOCAL_MACHINE >> SOFTWARE >> Microsoft >> Windows NT >> CurrentVersion >> WPAEvents এ ক্লিক করুন।
৩. এবার "OOBETimer" এ ডাবল ক্লিক করুন। এখানের সব কিছু মুছে ফেলুন। এবার রেজিস্ট্রি এডিটর বন্ধ করে দিন।
৪. আবার Start Menu >> Run এ যান। টাইপ করুন C:\WINDOWS\system32\oobe\msoobe.exe /a এবং এন্টার দিন। যে উইন্ডোটা আসবে সেখান থেকে মাঝের টা অর্থাৎ "Yes, I want to telephone a customer service representative to active Windows" সিলেক্ট করুন।
৫. Next এ ক্লিক করুন। এবার যে উইন্ডো আসবে তাতে "Change Product key" এ ক্লিক করুন।
৬. এবার যে উইন্ডো আসবে তাতে এই লিংকে দেওয়া কি গুলো টাইপ করুন।
৭. তার পর আপডেট ক্লিক করুন। পরবর্তি উইন্ডোতে রিমাইন্ড মি লেটার দিয়ে পিসি রিস্টার্ট করুন।
৮. এখন আপনার উইন্ডোজ একটিভ হয়ে গেছে। এখন চেক করে দেখতে চাইলে রান ওপেন করে টাইপ করুন C:\WINDOWS\system32\oobe\msoobe.exe /a
৯. দেখবেন উইন্ডোজ একটিভ দেখাচ্ছে।
এবার আপনি সব টাইপের আপডেট করতে পারবেন। মাইক্রোসফট ওয়েব সাইট থেকে উইন্ডোজ জেনুইন চেকার ডাওনলোড (অটো আপডেট সেটিং থাকলে এটা ডাওনলোড ও ইনস্টল হয়ে যাবে) করলেও কোন সমস্যা হবে না।
সাবধানতা: আপনি যদি পাইরেটেট অফিস ব্যাবহার করে থাকেন, তাহলে জেনুইন চেকার আপনার উইন্ডোজ কে জেনুইন মনে করলেও অফিস কে কিন্তু পাইরটে ধরে ফেলবে।
বি: দ্র:- এই লেখাটি শুধুমাত্র পরীক্ষামূলক কাজে ব্যবহার করার জন্য। অবৈধ সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকুন।
১. Start Menu >> Run এ regedit লিখে এন্টার দিন। রেজিস্ট্রি এডিটর চালু হবে।
২. HKEY_LOCAL_MACHINE >> SOFTWARE >> Microsoft >> Windows NT >> CurrentVersion >> WPAEvents এ ক্লিক করুন।
৩. এবার "OOBETimer" এ ডাবল ক্লিক করুন। এখানের সব কিছু মুছে ফেলুন। এবার রেজিস্ট্রি এডিটর বন্ধ করে দিন।
৪. আবার Start Menu >> Run এ যান। টাইপ করুন C:\WINDOWS\system32\oobe\msoobe.exe /a এবং এন্টার দিন। যে উইন্ডোটা আসবে সেখান থেকে মাঝের টা অর্থাৎ "Yes, I want to telephone a customer service representative to active Windows" সিলেক্ট করুন।
৫. Next এ ক্লিক করুন। এবার যে উইন্ডো আসবে তাতে "Change Product key" এ ক্লিক করুন।
৬. এবার যে উইন্ডো আসবে তাতে এই লিংকে দেওয়া কি গুলো টাইপ করুন।
৭. তার পর আপডেট ক্লিক করুন। পরবর্তি উইন্ডোতে রিমাইন্ড মি লেটার দিয়ে পিসি রিস্টার্ট করুন।
৮. এখন আপনার উইন্ডোজ একটিভ হয়ে গেছে। এখন চেক করে দেখতে চাইলে রান ওপেন করে টাইপ করুন C:\WINDOWS\system32\oobe\msoobe.exe /a
৯. দেখবেন উইন্ডোজ একটিভ দেখাচ্ছে।
এবার আপনি সব টাইপের আপডেট করতে পারবেন। মাইক্রোসফট ওয়েব সাইট থেকে উইন্ডোজ জেনুইন চেকার ডাওনলোড (অটো আপডেট সেটিং থাকলে এটা ডাওনলোড ও ইনস্টল হয়ে যাবে) করলেও কোন সমস্যা হবে না।
সাবধানতা: আপনি যদি পাইরেটেট অফিস ব্যাবহার করে থাকেন, তাহলে জেনুইন চেকার আপনার উইন্ডোজ কে জেনুইন মনে করলেও অফিস কে কিন্তু পাইরটে ধরে ফেলবে।
বি: দ্র:- এই লেখাটি শুধুমাত্র পরীক্ষামূলক কাজে ব্যবহার করার জন্য। অবৈধ সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকুন।