Windows 7 এ মাইক্রোসফট নতুন কিছু করার চেস্টা করেছে। বিশেষ করে এর ইউজার ইন্টারফেসে কিছুটা নতুনত্ব আনা হয়েছে। যারা Windows XP এবং Vista ব্যবহারকারী তারা সহজেই Windows 7 এর মত ইন্টারফেস করে নিতে পারবেন। এজন্য Windows 7 Ultimate For XP/Vista ইনস্টল করতে হবে। এর ফলে আপনার এতদিনের ব্যবহার করা উইন্ডোজের চেহারা পাবে নতুন প্রান।
ডাউনলোড করুন নিচের যে কোন একটা লিংক থেকে।
Hotfile Depositfiles