মাইক্রোসফট এর উইন্ডোজ একসপি, ভিসতা বা উইন্ডোজ সেভেন এর অনেকগুলি থিম
ইতো মধ্যেই তৈরি হয়ে গেছে এবং আরও থিম হয়তো প্রক্রিয়াধীন রয়েছে। আসলে
উইন্ডোজের থিম পরিবর্তন আমাদের মধ্যেও অনেক পরিবর্তন আনে। এই যেমন ধরুন
আমরা নতুন জামা-কাপড় পরলে আমাদের মধ্যে যেমন অন্যরকমের একটা আনন্দের
অনুভুতি আসে, ঠিক তেমনই উইন্ডোজের থিম পরিবর্তনের ক্ষেত্রেও উইন্ডোজের কেমন
অনুভুতি হবে জানিনা তবে আমাদের অনুভুতি নিশ্চই খারাপ হবেনা বলে আমার
বিশ্বাস। আমার কাছে উইন্ডোজ সেভেনের এক্সপি সাপোর্ট এই থিমটি এককথায় চমৎকার
লেগেছে। আপনারাও ব্যবহার করে দেখতে পারেন আশাকরি খারাপ লাগবে না।
আর হ্যাঁ আমি উইন্ডোজ একসপি ব্যবহার করি। আর তাই আমি বেশিরভাগ সময়ই এক্সপির ক্ল্যাসিক থিম ব্যবহার করে থাকি। কারন এটি অন্যযেকোন থিমের চেয়ে উইন্ডোজকে হালকা রাখে।
আর হ্যাঁ আমি উইন্ডোজ একসপি ব্যবহার করি। আর তাই আমি বেশিরভাগ সময়ই এক্সপির ক্ল্যাসিক থিম ব্যবহার করে থাকি। কারন এটি অন্যযেকোন থিমের চেয়ে উইন্ডোজকে হালকা রাখে।