আমরা যারা উইন্ডোজ ভিস্তা ব্যবহার করেছি বা যারা দেখেছি তাদের প্রায়
সকলের কাছেই ভিস্তার সাইড বারটি একটি লোভনীয় বার বলে আমার মনে হয়। এমনকি
আমি প্রথম ভিস্তা বারটি দেখার পর কিভাবে এটি একসপিতে ব্যবহার করবো তার জন্য
ইন্টারনেটে অনেক খুঁজেছি। পেয়েছিলাম ও কিছু কিন্তু সবগুলোরই ব্যবহার বা
ইনস্টল করাও কঠিন ব্যাপার ছিল। কিন্তু কিছু দিন আগেই পেলাম নতুন এই ভিস্তার
সাইড বারটি। এটি ইনস্টল দেওয়া বা ব্যবহার করা অত্যান্ত সহজ। আর এর
আউটলুকটাও বেশ চমৎকার।
এই বারে আপনি উইন্ডোজের মিডিয়াপ্লেয়ার, গুগল সার্চ, ইয়াহু সার্চ, ঘড়ি, ক্যালেন্ডার, নোটপ্যাড, হাডডিক্স ব্যবহারের পরিমান, ওয়েডার, সিডিইউ ও র্যাম ব্যবহারের পরিমান সহ অনেক মজার মজার গ্যাজিট পাবেন। ডাউনলোড করুন এই লিংক থেকে।
এই বারে আপনি উইন্ডোজের মিডিয়াপ্লেয়ার, গুগল সার্চ, ইয়াহু সার্চ, ঘড়ি, ক্যালেন্ডার, নোটপ্যাড, হাডডিক্স ব্যবহারের পরিমান, ওয়েডার, সিডিইউ ও র্যাম ব্যবহারের পরিমান সহ অনেক মজার মজার গ্যাজিট পাবেন। ডাউনলোড করুন এই লিংক থেকে।