বাংলা ভাষাতে XP ব্যবহার করুন

পৃথিবীর উল্লেখযোগ্য সমস্ত ভাষায় WINDOWS XP -এর ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস তৈরি করেছে মাইক্রোসফট। বাংলা ভাষাতেও এই ইন্টারফেস পাওয়া যাচ্ছে। ৬.৬২ মেগাবাইটের এই ফাইলটি ডাউনলোড করে সেটাপ করে নিলে আপনিও বাংলাতে WINDOWS XP কে ব্যবাহার করতে পারেন।