এক্সপি সার্ভিস প্যাক ২ এর সিডি থেকে তৈরী করুন সার্ভিস প্যাক ৩ এর সিডি

আপনার কাছে উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ এর সিডি থাকলে সেটাকে আপডেট করে সার্ভিস প্যাক ৩ তে রুপান্তর করতে পারবেন। এজন্য আপনার কি কি প্রয়োজন হবে তা নিম্নরুপ:

১. এক্সপি সার্ভিস প্যাক ৩ প্যাকেজ। ডাউনলোড করুন এখান থেকে।
২. ডটনেট ফ্রেইমওয়ার্ক ২.০ ইনষ্টল করা থাকলে ডাউনলোড করা লাগবে না। না থাকলে ডাউনলোড করুন এখান থেকে।
৩. Nlite Deployment Tool. ডাউনলোড করুন এখান থেকে।
৪. সিডি রাইটার।

৪ নাম্বারটা না হলেও আপনি অন্তত সার্ভিস প্যাক ইন্টিগ্রেট করতে পারবেন। পরে অন্য কোন পিসি থেকে সিডিতে রাইট করতে পারবেন।

এবার আসি কিভাবে করতে হবে। প্রয়োজনীয় ফাইল গুলো ডাউনলোড করা শেষ করুন। আপনার কাছে থাকা ইউন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ এর সিডির সব ফাইল কপি করে একটা ফোল্ডারে রাখুন। এবার রান করুন Nlite। নেক্সট বাটনে ক্লিক করুন। কপি করা এক্সপি ফোল্ডারটি সিলেক্ট করে নিন। এবার আসবে Preset, এটাকে বাদ দিয়ে নেক্সট এ ক্লিক করুন। ক্লিক করুন সার্ভিস প্যাক এ। hotfixes, add-ons and update packs এ ক্লিক করুন যদি অন্য কোন সফটওয়্যার এড করতে চান। থার্ডপার্টি সফটওয়্যার এড করতে চাইলে আরেকটু কাজ বাকি আছে, সেদিকে যাচ্ছি না। তবে IE 7 বা IE 8 ও Windows Media Player 11 এড করতে পারবেন সহজেই। Windows Media Player 11 এড করার আগে আপনাকে WMP 11 Sliptreamer ডাউনলোড ও ইনষ্টল করে নিতে হবে। ডাউনলোড করুন এখান থেকে। তার পরে ক্লিক করে Bootable ISO নেক্সট বাটনে যান। ডাউনলোড করা সার্ভিস প্যাক ৩ ফাইলটা সিলেক্ট করে নিন। নেক্সট বাটনে ক্লিক করুন। ইন্টিগ্রেট করা শেষ হলে সাকসেস ম্যাসেজ পাবেন। এবার নেক্সট ক্লিক করে IE 7 or IE8 এবং Windows Media Player 11 সিলেক্ট করে নিন। এড করা শেষ হলে নেক্সট এ ক্লিক করে তাৎক্ষনিক বুটেবল সিডি বানাতে চাইলে Direct Burn সিলেক্ট করে Label বক্স এ নাম দিয়ে Burn ক্লিক করুন। পরে অথবা অন্য পিসি থেকে সিডিতে রাইট করতে চাইলে Create Image সিলেক্ট করে Make ISO তে ক্লিক করুন। সেভ করার লোকেশন দিয়ে নাম বসিয়ে ওকে করুন। ব্যাস, আপনার ইউন্ডোজ এখন সার্ভিস প্যাক ৩ হয়ে গেল। সেই সাথে ইনষ্টল করার পরেই পেয়ে যাবেন IE 7 অথবা IE 8 এবং Windows Media Player 11।

উইন্ডোজ এক্সপি সফট রিস্টার্ট

উইন্ডোজ হ্যাং হয়ে গেলে কম্পিউটার রিস্টার্ট করা ছাড়া উপায় থাকে না। সব ক্ষেত্রে সম্ভব না হলে ও অনেক ক্ষেত্রে সম্পূর্ন পিসি রিস্টার্ট না দিয়ে শুধু উইন্ডোজ এক্সপ্লোরার রিস্টার্ট দিয়েও কাজ চালানো সম্ভব। এর ফলে পিসি রিস্টার্ট করতে যে সময়টুকু লাগে এর চাইতে অনেক কম সময়ে কাজটা সেরে ফেলা যায়। এজন্য CTRL+ALT+DEL বাটন চাপ দিন। Windows Task Manager চালু হবে। Processes ট্যাবের অধীনে Explorer.exe সিলেক্ট করে End Process বাটনে ক্লিক করুন। স্টার্ট মেন্যু, টাস্কবার, সিস্টেম ট্রে, ডেস্কটপ ইত্যাদি বন্ধ হয়ে যাবে।

এবার File মেন্যুতে New Task (Run...) এ ক্লিক করুন। Open: এ explorer.exe লিখে OK ক্লিক করুন সবকিছু(স্টার্ট মেন্যু, টাস্কবার, সিস্টেম ট্রে, ডেস্কটপ) আবার চালু হয়ে যাবে।

এক্সপি ইউজার পাসওয়ার্ড রিসেট ডিস্ক তৈরী করে নিন

আমরা অনেকেই উইন্ডোজ এক্সপিতে ইউজার পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কোন কারনে পাসওয়ার্ড ভুলে গেলে আমাদের পড়তে হয় বিরাট বিড়ম্বনায়। আপনি ইচ্ছে করলে খুব সহজেই এই পাসওয়ার্ড রিকভার করতে পারেন। তবে পাসওয়ার্ড ভুলে যাওয়ার আগেই আপনাকে কিছু পন্থা অবলম্বন করতে হবে। তা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পর পরই আপনাকে একটা User Password reset Disk তৈরী করতে হবে। ইচ্ছে করলে আপনি যে কোন মেমোরি কার্ড (রিমুভাল ডিস্ক) ব্যবহার করতে পারেন। এতে সুবিধা হলো পাসওয়ার্ড ভুলে গেলে ও আপনি নতুন কোন পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টে লগিন করতে পারেন। এর জন্য আপনাকে রিমুভাল ডিস্ক কম্পিউটারে প্রবেশ করাতে হবে।

তারপর Start menu -> (Settings) -> Control Panel -> User Accounts চালু করুন। আপনি যে ইউজারনেম ব্যবহার করেন সেটাতে ক্লিক করুন এবং লক্ষ্য করুন ইউজার একাউন্ট ফোল্ডারের বামপাশের উপরে Related Task এ লিখা আছে Prevent a forgotten password। এতে ক্লিক করুন এবং একটি Wizard আসবে। Next দিন। আপনার রিমুভাল ডিস্ক সিলেক্ট করে আবার Next দিন। এরপর আপনি পাসওয়ার্ড ব্যবহার করেন তা Current user account password-এ টাইপ করুন। Next -> Finish করে চলে আসুন। হয়ে গেল আপনার ইউজার পাসওয়ার্ড রিসেট ডিস্ক। এটি যত্ন করে রেখে দিন। কখনো যদি আপনার লগিন পাসওয়ার্ড ভুলে যান, রিমুভাল ডিস্ক কম্পিউটারে প্রবেশ করান এবং লগিন পাসওয়ার্ডের বক্সের সাথে তীর চিহ্নিত আইকনে ক্লিক করুন এবং Use password rest disk এ আবার ক্লিক করুন। নতুন পাসওয়ার্ড টাইপ করুন এবং নিশ্চিত হওয়ার জন্য একই পাসওয়ার্ড টাইপ করুন। Next -> Finish ক্লিক করুন। এখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ইউজারে প্রবেশ করুন। তবে হ্যাঁ, আপনার আপনার মেমোরি কার্ড/প্যানড্রাইভে যদি প্রয়োজনীয় কোন ডেটা থাকে, তাহলে ব্যাকআপ রেখে দিন। অন্যথায় সবই হারাবেন!!! সবচেয়ে ভাল হয় ছোট সাইজের ভাল কিন্ত অব্যবহৃত পেনড্রাইভ/মেমোরী স্টিক ব্যবহার করা।

মুছে ফেলুন স্টার্টমেনু থেকে “All Programs” অপশন!!!

সাধারণতঃ আমাদের যখন কোন প্রোগাম রান করার প্রয়োজন হয় তখন আমরা স্টার্টমেনু্র All Programs-এর উপর যাই এবং তারপর সেখান থেকে যে প্রোগাম রান করার প্রয়োজন সেটির উপর ক্লিক করে রান করি। কারণ আমরা সকলেই জানি কোন প্রোগামস ইনস্টল হওয়ার পর সেটি স্টার্টমেনু্র All Programs-এর ভেতর সয়ংক্রিয়ভাবে ঢুকে যায়। আপনি যদি চান স্টার্টমেনু থেকে “All Programs” অপশনটি মুছে ফেলে অনভিজ্ঞ কাউকে ভড়কে দিতে পারেন কিংবা কোন ইউজারের কাজকে নিয়ন্ত্রণ করতে পারেন। আর এটা করতে পারেন নিচের পদ্ধতি অনুসরণ করে রেজিস্ট্রী এডিটরের মাধ্যমে :-
nostartmenumorepro
প্রথমে Start Menu তে Click করে Run এ গিয়ে regedit লিখে এন্টার চাপুন। Registry Editor Open হবে।

এরপর HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer অথবা, HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer এ যান।

এবার ডানপাশের প্যানেলে গিয়ে একটি নতুন DWORD ভ্যালু তৈরী করুন এবং ভ্যালু নাম-
NoStartMenuMorePrograms, ডাটা টাইপ-REG_DWORD (DWORD Value), ভ্যালু ডাটা-(0 = default, 1 = disable অর্থাৎ “All Programs” অপশন মুছে দিতে ভ্যালু ডাটা 1 এবং আগের অবস্থায় আনতে চাইলে ভ্যালু ডাটা 0 ) দিয়ে Modify করুন।

ব্যস এবার Registry Editor close করে PC Restart দিন।

এবার থেকে স্টার্টমেনু্র উপর গেলে “All Programs” অপশনটি আর প্রদর্শিত হবে না।

উইন্ডোজ এক্সপির জন্য Zune থিম

পাল্টে ফেলুন আপনার কম্পিউটারের চেহারা। আরো সুন্দর করে তুলুন কম্পিউটারকে খুব সহজেই। এজন্য আপনাকে ব্যবহার করতে হবে Microsoft Zune Theme for Windows XP 1.0। কেউ বুঝতেই পারবেনা আপনি কি ব‌্যাবহার করছেন xp না vista। খুব মজার একটা সফটওয়্যার। ব‌্যাবহার করে নিঃসন্দেহে মজা পাবেন।

সফটওয়্যারটি ডাউনলোড করবেন এই লিংক থেকে।

উইন্ডোজ এক্সপিতে কমান্ডের ব্যবহার

কমান্ড ব্যবহার করে মাউসের চাইতে অনেক দ্রুত যে কোন প্রোগ্রাম চালু করা যায়। ফলে অভীজ্ঞ ব্যবহারকারীরা Winkey+r দিয়ে Run চালু করে সেখানে কমান্ড লিখে প্রোগ্রাম চালু করতে বেশী পছন্দ করেন। নিচে উইন্ডোজ এক্সপির Run এ ব্যবহারযোগ্য কিছু কমান্ডের তালিকা দেওয়া হল:

gpedit.msc -> Group Policy Editor চালু হবে।
certmgr.msc -> Certificate Wizard চালু হবে।
accwiz -> Accessibility Wizard চালু হবে।
calc -> Calculator চালু হবে।
charmap -> Character Map চালু হবে।
cleanmgr -> Disk Cleanup Utility চালু হবে।
cliconfg -> SQL Server Cilent Network Utility চালু হবে।
clipbrd -> ClipBook Viewer চালু হবে।
cmd -> Command Prompt চালু হবে।

compmgmt.msc -> Computer Management Utility চালু হবে।
devmgmt.msc -> Device Manager চালু হবে।
dfrg.msc -> Disk Defragmenter চালু হবে।
diskmgmt.msc -> Disk Management চালু হবে।
drwtsn32 -> Dr. Waston চালু হবে।
dvdplay -> Windows Media Player চালু হবে।
eudcedit -> Private Character Editor চালু হবে।
fsquirt -> Bluetooth File Transfer Wizard চালু হবে।
iexpress -> IExpress 2.0 চালু হবে।
logon.scr -> Logon Screen Saver চালু হবে।
lusrmgr.msc -> Local Users and Groups চালু হবে।
magnify -> Magnifier চালু হবে।
mshearts -> Hearts Game চালু হবে।
mspaint -> Paint চালু হবে।
mstsc -> Remote Desktop Connection চালু হবে।
narrator -> Microsoft Narrator চালু হবে।
notepad -> Notepad চালু হবে।
ntbackup -> Backup or Restore Wizard চালু হবে।
ntmsmgr.msc -> Removable Storage চালু হবে।
ntmsoprq.msc -> Removable Storages Operator Request চালু হবে।
odbcad32 -> ODBC Data Source Administator চালু হবে।
osk -> On-Screen Keyboard চালু হবে।
perfmon -> Performance Monitor চালু হবে।
secpol.msc -> Local Security Setting চালু হবে।
services.msc -> Service Manager চালু হবে।
shrpubw -> Creat a Share Folder Wizard চালু হবে।
sndrec32 -> Sound Recorder চালু হবে।
sndvol32 -> Volume Control চালু হবে।
sol -> Solotire Game চালু হবে।
spider -> Spidere Game চালু হবে।
ssmypics.scr -> My Picturs ফোল্ডারে রাখা সব ছবি নিয়ে স্ক্রিন সেভার চালু হবে।
syncapp -> My Briefcase চালু হবে।
verifier -> Driver Verifire Manager চালু হবে।
write -> Wordpad  চালু হবে।

উইন্ডোজ এক্সপিতে উইন্ডোজ 7 এর Logon Screen

আপনি কি আপনার উইন্ডোজ এক্সপির logon Screen বদলে ফেলতে চান? পুরোনো logon Screen দেখতে দেখতে আর ভাল লাগছেনা? ঠিক আছে, উইন্ডোজ এক্সপির logon Screen এর বদলে ব‌্যাবহার করুন উইন্ডোজ 7 এর logon Screen। যদিও উইন্ডোজ 7 এখনো অফিসিয়ালি রিলিজ হয়নি। খুব সহজেই আপনি আপনার কম্পিউটারের logon Screen টি বদলে ফেলতে পারেন। আপনাকে যা করাতে হবে তা হল নিচের লিংক থেকে ছোট একটি জিপ ফাইল ডাউনলোড করতে হবে।

ডাউনলোড শেষে C:\windows এ গিয়ে resources ফোল্ডারটি ওপেন করে Logon নামে আর একটি ফোল্ডার বানান। তার পর ডাউনলোড করা ফাইলগুলি থেকে logonUI.exe টি কপি করে Logon ফোল্ডারটিতে পেস্ট করুন। এখন Setup.reg কে চালু করুন Yes -> OK দিন। এবার কম্পিউটারকে restart করুন। এখন logon Screen টি দেখুন কেমন লাগে।

Windows 7 Logon Screen